চুপিসারে মৃতদেহ ফেরানোর সিদ্ধান্ত হামাসের! ২০১৪ সালের ইজরায়েলি সেনা হাদার গোল্ডিনের দেহ মিলল রাফায়
গাজা যুদ্ধের এক যুগ পেরিয়ে অবশেষে ঘরে ফিরছে এক ইজরায়েলি শহিদের দেহ। ২০১৪ সালে নিহত হয়েছিলেন লেফটেন্যান্ট হাদার গোল্ডিন। ১১ বছর পর রবিবার তাঁর মৃতদেহ ফেরানোর কথা ঘোষণা করেছে হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তৈরি করেছে এই ঘোষণা।হামাসের তরফে টেলিগ্রাম চ্যানেলে জানানো হয়, গাজার সময় দুপুর দুইটোর মধ্যে হাদার গোল্ডিনের দেহ হস্তান্তর করা হবে। জানা গিয়েছে, রাফা শহরের একটি সুড়ঙ্গে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। যুদ্ধবিরতি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ২৪ জন বন্দির দেহ বা অবশিষ্টাংশ ইজরায়েলকে ফিরিয়েছে হামাস। এবার সেই তালিকায় যুক্ত হল গোল্ডিনের নামও।২০১৪ সালের গাজা যুদ্ধের সময় মাত্র ২৩ বছর বয়সী ছিলেন হাদার গোল্ডিন। হামাসের নির্মিত সুড়ঙ্গগুলি খুঁজে ধ্বংস করার দায়িত্বে ছিলেন তিনি। সেই অভিযানের সময় জঙ্গিদের অতর্কিত হামলায় নিহত হন গোল্ডিন। ঘটনার পর থেকে তাঁর দেহ গাজাতেই আটকে রাখে হামাস, কখনও প্রকাশ্যে স্বীকারও করেনি মৃত্যুর কথা।ইজরায়েলি সংবাদমাধ্যম সূত্রে খবর, রাফার ইজরায়েলি নিয়ন্ত্রিত এলাকায় গোল্ডিনের দেহ খোঁজার অনুমতি দেওয়া হয়েছিল হামাস ও রেড ক্রস কর্মীদের। সেই অনুমতির পরই দেহ উদ্ধারের খবর আসে। হামাসের তরফে ঘোষণার পর ইজরায়েলের সেনা প্রধান গোল্ডিনের পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাঁদের আশ্বাস দেন দেহটি ফিরিয়ে আনার সব ব্যবস্থা করা হচ্ছে।২০১৪ সালের একই যুদ্ধে গোল্ডিনের সঙ্গী ওরোন সাহুলও নিহত হন। তাঁর দেহ চলতি বছরের শুরুতে উদ্ধার করা হয়েছিল। এতদিন ধরে একাধিক বন্দি বিনিময়ের চেষ্টাতেও ব্যর্থ হয়েছিল ইজরায়েল। তাই এই ফেরত দেওয়ার সিদ্ধান্তকে কূটনৈতিক দিক থেকেও বড় পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।মধ্যপ্রাচ্যের পর্যবেক্ষকদের মতে, এই পদক্ষেপ হয়তো যুদ্ধবিরতির নতুন আলোচনার ইঙ্গিত। আবার কেউ কেউ বলছেন, এটি হামাসের কৌশলগত সৌজন্য, যাতে আন্তর্জাতিক চাপ কিছুটা হালকা হয়। তবে ইজরায়েলি প্রশাসনের বক্তব্য স্পষ্ট যে কোনও পরিস্থিতিতে আমাদের সেনাদের দেহ আমরা ফিরিয়ে আনব।১১ বছর পর মৃত ছেলের দেহ ফেরার খবরে ভেঙে পড়েছে গোল্ডিন পরিবার। তাঁর মা এক স্থানীয় চ্যানেলকে বলেন, ছেলের দেহ ফিরছে, এটাই এখন আমাদের একমাত্র সান্ত্বনা। ওর আত্মা অবশেষে শান্তি পাবে।

